দুই দিনব্যাপী (৮ ও ৯ই সেপ্টেম্বর ২০১৫) ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থান –উপজেলা পরিষদ চত্বর,রাঙ্গুনীয়া ,চট্টগ্রাম।
এতে প্রধান অতিথি ছিলেন:- ডা: হাছান মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন:- মুহাম্মদ আলী শাহ।
সভাপতি:-মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।
এতে অনলাইনে জন্ম নিবন্ধন, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভতি, ডেটা এন্টি, ইমেইল আইডি, Facebook আইডি ও বিভিন্ন ইন্টারনেট বিনামূল্যে সেবা প্রদান করা হয়। এই সেবা প্রদান করা হয় সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা সেবা প্রদান করা হয়। এই মেলা ১১ টি এষ্টল রয়েছে। এতে অংশগ্রহণ করেছে পোমরা উচ্চ বিদ্যালয়, রাঙ্গুনীয়া বিশ্ববিদ্যালয় কলেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সুখী বাংলা ফাউন্ডেশন, রাঙ্গুনীয়া আদশ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়, কৃষি কণার, এবং রাঙ্গুনীয়া উপজেলাধীন ইউনিয়নসমূহ-১। রাজানগর ইউনিয়ন পরিষদ।
২। ২নং হোছনাবাদ ইউনিয়ন পরিষদ।
৩। ৩ নং স্বানিভর রাঙ্গুনীয়া পরিষদ।
৪। ৪নং মরিয়মনগর ইউনিয়ন পরিষদ।
৫। ৫নং পারুয়া ইউনিয়ন পরিষদ।
৬। পোমরা ইউনিয়ন পরিষদ।
৭। বেতাগী ইউনিয়ন পরিষদ।
৮।সরফভাটা ইউনিয়ন পরিষদ।
৯।শিলক ইউনিয়ন পরিষদ।
১০। পদুয়া ইউনিয়ন পরিষদ।
১১। ১১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ।
১২। কোদলা ইউনিয়ন পরিষদ।
১৩। দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদ।
১৪। ১৪ নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ।
১৫। ১৫নং লালানগর ইউনিয়ন পরিষদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস